সময় এমন এক সম্পদ, যা একবার হারালে আর কখনও ফিরে আসে না। আমরা প্রায়ই ভেবে নিই হাতে অনেক সময় আছে, কিন্তু সত্য হলো প্রতিটি ক্ষণই জীবনের মূলধন।
যে মানুষ সময়ের সঠিক ব্যবহার করতে জানে, সে জীবনে সফলতা পায়। আলস্য, দেরি আর অবহেলা আমাদের স্বপ্নকে পিছিয়ে দেয়। তাই সময়কে মূল্য দিতে শিখতে হবে—শিক্ষায়, কাজে, সমাজসেবায় কিংবা পরিবারের সাথে কাটানো মুহূর্তে।
সময়কে কাজে লাগিয়ে গড়ে তোলা যায় সুন্দর ভবিষ্যৎ, আর অপচয় করলে থেকে যায় শুধু আফসোস।